প্রতিষ্ঠানের ইতিহাস

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ৪নং কাচিয়া ইউনিয়নের চকডোষ গ্রামে আব্দুল করিম মাতাব্বর সাহেব এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। মাতাব্বর সাহেবের ইচ্ছা ছিলো কিভাবে এলাকার মেয়েদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া যায়। কারণ আমাদের দেশের রক্ষনশীল সমাজের অনেকেই ছেলে মেয়ে যৌথ পড়াশুনা করাকে ভালো চোখে দেখে না। তার ফলশ্রুতিতে ১৯৯৪ সালের মে মাসে তার স্বপ্ন পূরণের প্রথম বীজ বপণ স্বরুপ একটি বালিকা বিদ্যালয় নির্মাণের জন্য তৎকালীন সত্য গোবিন্দ সাহার সাহায্যে জমি নিয়ে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। জনাব আব্দুল করিম মাতাব্বরের অক্লান্ত পরিশ্রমে অবশেষে ১৯৯৭ সালে বিদ্যালয়টি স্বীকৃত প্রাপ্ত হয়। তৎকালীন প্রধান শিক্ষক হিসাবে ছিলেন সত্য গোবিন্দ সাহার একমাত্র পুত্র জনাব সুনিল কুমার সাহা এবং অন্যান্য শিক্ষক মন্ডলী হলেন আব্দুল করিম মাতাব্বর, মোঃ শফিউল্ল্যাহ, মোঃ মাহবুবোর রহমান, মোঃ নুরুল হক এবং অন্যান্য তৃতীয় ও ৪র্থ শ্রেণি, অফিস সহকারী ও অফিস সহায়ক বৃন্দ। ২০০৫ সালে এমপিও প্রাপ্ত হওয়ার পর তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন জনাব সুনিল কুমার সাহা তার অবসরের পর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন বর্তমান প্রধান শিক্ষক জনাব মোঃ জসিম উদ্দিন। তার অক্লান্ত পরিশ্রমের সুবাদে বিদ্যালয়টিতে একটি চারতলা ভিত বিশিষ্ট এক তলা একটি পাঁকা ভবন এবং দুইটি টিনশেড ঘর আছে। বিদ্যালয়টি ঐতিহ্যবাহী কুঞ্জেরহাটের পশ্চিম বাজারের রাস্তা সংলগ্ন প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত। বর্তমানে জনাব মোঃ বারেক মাতাব্বরের পুত্র জনাব মোঃ জলিল মাতাব্বর সাহেব বর্তমান পরিচালনা কমিটির সভাপতি। তিনি বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজে যথেষ্ট অবদান রেখে আসছেন।